বঙ্গ একাডেমি: অনন্য এক প্লাটফর্ম || Banga Academy: A unique platform

 বঙ্গ একাডেমি: অনন্য এক প্লাটফর্ম || Banga Academy: A unique platform


বঙ্গ একাডেমি: বর্তমান সময়ে যারাই সোস্যাল মিডিয়া বা ইন্টারনেটে খানিক ঘাটাঘাটি করেন, তাদের সবার পরিচিত একটি প্লাটফর্ম। এটি মূলত একটি প্রশিক্ষণ কেন্দ্র। যেখানে এপ ডেভেলপমেন্ট বিশেষ করে এন্ড্রয়েড এপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কেন্দ্র। যার সফল উদ্যোক্তা হলেন একজন যাদুকরী শক্তি সম্পন্ন তরুন উদ্যোক্তা, যার হাত ধরে বাংলাদেশে এপ ডেভেলপমেন্ট সেক্টরে একটি বিপ্লব শুরু হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশের যে ভয়াবহ বেকারত্ব: তা থেকে যুব সমাজকে বের করে নিয়ে আসার একটি কার্যকরি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


আজকে আমার লিখার বিষয় মূলত এই বঙ্গ একাডেমিকে নিয়ে। যা সামান্য জানি- তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো মাত্র।


বঙ্গ একাডেমি: অনন্য এক প্লাটফর্ম -Banga Academy: A unique platform


বঙ্গ একাডেমি:


বঙ্গ একাডেমি মূলত একটি অনলাইন প্রশিক্ষণ কেন্দ্র। যা করোনা মহামারির পূর্বে অফলাইনেই রাজধারী শহর ঢাকার মিরপুরে পরিচালিত হতো। বর্তমানে এটি মূলত অনলাইন কেন্দ্রিক পরিচালিত হয়ে আসছে। যেখানে সারা বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়: ভারতের বাংলা অঞ্চরের লোকজনও প্রশিক্ষণ নিতে পারছে। এটি যেহেতু অনলাইন মাধ্যমে পরিচালিত হয় তাই এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য কেউ ঢাকা এসে নিতে হচ্ছে না। এটি সত্যিই দারুণ একটি সুযোগ তৈরি করে দিয়েছে সবার জন্য।



বঙ্গ একাডেমির মূল লক্ষ্য নির্ধারিত আছে। যেমন - স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে মানুষ যেন ঘরে বসেই আয় রোজগার করতে পারে; বেকারত্বের অভিশাপে যেন আর পরতে না হয় সেই উদ্দেশ্যেই মূলত বঙ্গ একাডেমির ওয়েব সাইটকে এপ ডেভেলপমেন্ট কোর্স দ্বারা সাজানো হয়েছে।

এর মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও যুব সমাজের বিশাল একটা অংশকে স্কিল ডেভেলপমেন্ট আর আওতায় এনে বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক সাপোর্ট তৈরি করা।



বঙ্গ একাডেমির উদ্যোক্তা:


এখন আসি বঙ্গ একাডেমির মতো এতা সমৃদ্ধ, সময় উপযোগী, সুন্দর সাজোনো এ একাডেমির উদ্যোক্তা সম্পর্কে খানিক জেনে নিই। বঙ্গ একাডেমির ওনার ও উদ্যোক্তা মূলত যোবায়ের হুসাইন

যিনি তার অক্লান্ত পরিশ্রম আর মেধার মাধ্যমে বাংলাদেশ ছাড়িয়ে এশিয়া মহাদেশের সফল এপ ডেভেলপমেন্ট উদ্যোক্তা হিসাবে সুনাম অর্জন করেছেন। ইতোমধ্যে যিনি বেশ কয়েকটি বড়ো মাপের এপ ও স্টার্টআপ করেছেন। সফলভাবে বাংলাদেশের সব চেয়ে বড়ো কোন একাডেমি গড়ে তোলেছেন।



প্রশিক্ষণের বিষয়:


বঙ্গ একাডেমি যেহেতু একটি এপ ডেভেলপমেন্ট কোর্স করায়। এখন পর্যন্ত এখানে মূলত এন্ডয়েড এপ মেকিং নিয়ে কাজ করে যাচ্ছে। এখানে সাধারণত নতুন এপ তৈরি ও প্রব্লেব সলভিং নিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

যেহেতু এখণ পর্যন্ত এখানে মূলত xml , Java এ দুটি ভাষা নিয়ে এপ ডেভেলপমেন্ট করানো হচ্চে। এপিআই, সার্ভার সেকশনে PHP, Json সহ প্রয়োজনীয় ভাষাগুলোর প্রাথমিক ধারণা ও এপের সাথে সম্প্রিক্ত বিষয়াবলী শেখানো হচ্ছে। ফলে একজন এপ ডেভেলপার একটি সাধারণ এপ থেকে একটি ডায়নামিক বড় মাপের এপ তৈরির কাজ সফল ও সুন্দরভাবে অনায়াসে শিখে নিতে পারছে।


সাথে প্রশিক্ষনার্থীগণ যাতে যে কোনো প্রব্লেম ফেইস করলে তার সমাধান ও নিজের কাজ জমা দিতে পারেন সেজন্য একটি Facebook Page তৈরি করা হয়েছে Learn Android with Jubayer নামে। যেখানে যোবায়ের হোসেন নিজে সহ অন্য সহ এডমিন, মডারেটরগণ ও সিনিয়র প্রশিক্ষনার্থীগণ অনায়াসে বিভিন্ন দিকনির্দেশনা ও সমাধান দিয়ে থাকেন।




বঙ্গ একাডেমির প্রশিক্ষণ পদ্ধতি:


বঙ্গ একাডেমিতে মূলত অনলাইনের একটি ওয়েবসাইটে রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। প্রতিটি ক্লাসের জন্য হোম ওয়ার্ক দেয়া থাকে। যা ফেইসবুক গ্রুপে হোম ওযার্ক জমা দিতে হয়। ওখানে কাজের মান উন্নয়নে বা অন্য যে কোনো বিষয়ে সাবির্কক পরামর্শ ও দিক নির্দেশনা দেয়া হয়ে থাকে।




কারা বঙ্গ একাডেমির প্রশিক্ষণ নিতে পারেন:


বঙ্গ একাডেমির কোর্সের নাম করা হয়েছে “জিরো টু হিরো” । নামটাই তো অনন্য বিশ্লেষক। এখানে এই প্রশিক্ষণ নেয়ার জন্য বা এই কোর্স করার জন্য কারোই আগে থেকে কম্পিউটার সাইন্স বা অন্য কোনো কম্পিউটার ভষা জ্ঞান থাকা জরুরি নয়। আপনি এখানে প্রশিক্ষণ নিতে চাইলে আপনার কম্পিউটার এর উপর প্রাথমিক জ্ঞান থাকলেই চলবে। আপনাকে প্রশিক্ষক তার অনন্য এক যাদুকরী প্রশিক্ষণ শক্তির মাধ্যমে নিয়ে যেতে থাকবে আরোও ডিপে। ক্রমান্বয়ে আপনি হয়ে উঠেবেন একজন সফল এড ডেভেলপার।




বঙ্গ একাডেমির প্রশিক্ষণ ফি কতো? 


জি, এবার আসি এই অনন্য একটি কোর্স করতে চাইলে আপনাকে কতো টাকা গুনতে হবে। আপনি চোখ কপালে তুলতে হবে যে, এটা কিভাবে সম্ভব? জি, সত্যিই এই উদ্যোক্তার দ্বারা এটা সম্ভব হয়েছে। এই জিরো টু হিরো কোর্স করতে আপনাকে গুনতে হবে মাত্র 3500/- মাত্র। কখনো এর সামান্য তারতম্য হয়ে থাকে। তাও একেবারেই নাম মাত্র। এটা মূলত এককালিন ফি। মাসিক/ পাক্ষিক বা বাৎসরিক আর কোনো ফি নির্ধারণ করা নেই এখণ পর্যন্ত।




বঙ্গ একাডেমির সফলতা:


সফলতার মানদন্ড কী- আমি বুঝিনা। বঙ্গ একাডেমি অতীত ও বর্তমান বাংলাদেশের একটি অনন্য, অসাধারণ স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্বষণ কেন্দ্র। যার তুলনা সে নেই। আমার জানামতে এখন পর্যন্ত এখান থেকে কয়েক হাজার ডেভেলপার তৈরি হয়েছেন। যারা ইতোমধ্যে নানান সেক্টরে নানান প্লাটফর্মে সুনামের সাথে কাজ করে নিজেদের ক্যারিয়ার সাজিয়েছেন্। আমিও এই একাডেমির ছাত্র। এখান থেকেই মূলত আমার এই অনলাইন সম্পর্কে টুকিটাকি শেখা। এটিই আমাকে পথ চলা শিখিয়েছে।




শেষ কথা:


আমার আজকের লেখা শেষ করার আগে যে কথা বলতে চাই তা হলো- ভাই, বর্তমান সময়ে চাকরির জন্য পথ চলতে চলতে ক্লান্ত অন্য দশটা ছেলের মতো আমিও। অথচ এত সুন্দর ক্যারিয়ার আমায় হাতছানি দিয়ে ডাকছে। আমি অন্ধের মতো দৌড়েছি মরিচিকার পানে। যেখানে শুধুই নিরাশা, হতাশা আর গ্লানি।


সবার জন্য শুভ কামনা। আজকের মতো এখানেই শেষ করলাম।  



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url