সরকারি নিয়োগ পরীক্ষার জন্য বাংলা | Banla for job exam
সরকারি চাকুরির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় সাধারনত বাংলা, ইংরেজি, গণিত ও সাধরণ জ্ঞান বিষয় থেকে লিখিত পরীক্ষা নেওয়া হয়ে থাকে। আজকের আলোচনায় আমরা মূলত আলোচনা করবো- বাংলা বিষয় থেকে কোন কোন অধ্যায় বা বিষয় থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন করা হয়ে থাকে।
যে সব বিষয় খুবই জরুরী:
বাংলা বিষয়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আগত প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে, সাধারণত নিম্নোক্ত বিষয় থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে-
বাগধারা:- বাংলা অধ্যায় থেকে প্রায় প্রত্যেক পরীক্ষায় কম বেশি বাগধারা থেকে প্রশ্ন করা হয়ে থাকে। পরীক্ষা ও দপ্তর ভেদে 5 বা তিন নাম্বার থাকেই।
সন্ধি-বিচ্ছেদ: সন্ধি- বিচ্ছেদ অধ্যায়টা প্রত্যেক পরীক্ষার্থীর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রায় সকল পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়ে থাকে।
এক কথায় প্রকাশ: এক কথায় প্রকাশ এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যারা নিয়োগ পরীক্ষার্থী তারা জানেন যে, এই এক কথায় প্রকাশ কতো গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাই এটিকেও গুরুত্বসহ পড়ে নেওয়া উচিৎ।
কারক বিভক্তি: যে কোনো নিয়োগ পরীক্ষায় কারক বিভক্তি থেকে প্রশ্ন থাকবেই। এ কথা আর বলার দরকার নেই। দপ্তর ও পরীক্ষার প্রশ্নের ভিন্নতায় কারক বিভক্তি থেকে 5 বা তিন নাম্বারের প্রশ্ন থাকেই। তাই প্রত্যেক পরীক্ষার্থীর জন্য এটি খুবই গুরত্বপূর্ণ একটি অধ্যায়।
ভাব সম্প্রসারণ: দপ্তর ভেদে ভাব সম্প্রসারণ থেকে 5 বা তিন বা দুই নাম্বাররের জন্য একটি ভাব সম্প্রসারণ থাকে। লিখিত পরীক্ষার জন্য অন্যান্য বিষয়ের সাথে ভাব সম্প্রসারণ অধ্যায়টিও দেখে রাখা দরকার।
বানান শুদ্ধকরণ: বাংলা বিষয়ের প্রস্তুতির পূর্ণতার জন্য বানান শুদ্ধিকরণ অতিব জরুরি। এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ ভুল বানানে দেওয়া থাকে। আপনাকে তার শুদ্ধরূপ লিখতে হবে। এমন সাধারণত 5 বা 3 টি শব্দ দেওয়া থাকে।
অনুবাদ: বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। এ ক্ষেত্রে সাধারণত ছোট ছোট কিছু বাক্য বা বাক্যাংশ দেওয়া থাকবে, আপনাকে তার ইংরেজি অনুবাদ লিখতে হবে। প্রশ্ন সাধারণত কিছুটা কঠিন করা হলে এ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়ে থাকে।
সরকারি তৃতীয় বা চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার জন্য সাধারণত বাংলা বিষয়ে এর বাহিরে প্রশ্ন করা হয় না। কোনো একজন পরীক্ষার্থী যদি উপরোক্ত বিষয়গুলোর উপর ভালো প্রস্তুতি নিতে পারেন, আশা করা যায় আপনি যে কোনে নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ে ভাল উত্তর করতে পারবেন।
বাংলা বিষয়ের সাজেশনমূলক শিট:
আমরা আমাদের ব্লগ সাইটে নিয়মিত সরকারি নিয়োগ পরীক্ষায় আগত প্রশ্ন পর্যালোচনা ও তার সমাধানসহ সাজেশন মূলক শিট গুলো প্রকাশ করার চেষ্টা করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের উৎসাহ প্রদান করবেন। এতে করে আপনাদের ও অন্য ভাই বোনদের জন্য দারুন উপকার হবে।
যে কোনো সরকারি নিয়োগ পরীক্ষার জন্য বাংলা ভাষা ও সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে বিবেচিত হয়ে থাকে। যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, তাই এই ভাষার উপর দখল থাকা আমাদের জন্য, নিয়োগ পরীক্ষার জন্য অনিবার্যভাবেই খুবই গুরুত্ব রাখে।
শেষ কথা:
আমরা যারা সরকারি কোনো চাকরির জন্য আবেদন করছি বা করবো, আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা ভাষা ও সাহিত্য । যে কোনে নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে প্রশ্ন করা হয়ে থাকে। বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা প্রশ্ন গুলোর উত্তর দেওয়া আমাদর চাকরির জন্য বা উক্ত পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের জন্য দরকার সাজেশনমূলক সিলেবাস ভিত্তিক পড়াশুনো করা।
আমাদরে এই সাইটে মূলত আমরা নিয়মিত সাজেশনমূলক বিষয় ভিত্তিক শিটগুলো প্রকাশ করবো। আপনারা চাইলে আমাদের সাইট থেকে এগুলোর উপর প্রস্তুতি নিতে পারেন। ইনশাল্লাহ অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য আমাদের সাইটটি আপনাদের জন্য অনন্য সহায়ক হতে পারে।