সরকারি চাকরির প্রস্তুতি | Job exam preparation
সরকারি চাকরির প্রস্তুতি | Job exam preparation
সরকারি চাকরির বাজারে যারা প্রবেশ করেছেন, তারাই জানেন যে, বর্তমান সময়ে সরকারি যে কোনে পদের একটি চাকরি পেতে কতো বেগ পেতে হচ্ছে। আর কি পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা যে কোনো একটি পদে। তাই এখনকার সময়ে একটি চাকরি পাওয়ার জন্য প্রধান ও প্রথম যে স্টেপ তা হলো-লিখিত পরীক্ষায় পাশ করা। যেহেতু কম্পিটিশন বেশি, তাই লিখিত পরীক্ষার জন্য সাজানো ও সংক্ষিপ্ত প্রস্তুতি নিতে হচ্ছে।
আজকে আমাদের আলোচ্য বিষয় হলো- সাধারণ আলোচনা করা। আমরা নিয়মিত এখানে বিভিন্ন প্রকার সাজেশন, টিপস, প্রশ্নপত্র মূল্যায়ন ও সমাধানসহ সরকারি চাকুরির পরীক্ষার নানা দিক নিয়ে আলোচনা ও পোস্ট প্রকাশ করবো।
সরকারি চাকরির পরীক্ষা লিখত নাকি এমসিকিউ?
বর্তমান সময়ে সরকারি চাকুরির শ্রেনীভেদে পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। সাধারণত ২য় ও প্রথম শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে তিন ধাপে পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। প্রথমে প্রিলি যা এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে। যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন, কেবলমাত্র তারাই পরবতী ধাপ- লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ তৃতীয় ধাপে- মৌখিক পরীক্ষার জন্য মনোনিত হবেন এবং মৌখিক পরীক্ষায় অংশ নিবেন।
আর তৃতীয়, চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে সাধারণত লিখিত পরীক্ষা নেয়া হয়ে থাকে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীগণই কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
কি কি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে?
যারা নিয়মিত সরকারি চাকরির খোজ খবর রাখেন, তারা ভাল করেই জানেন যে, সরকারি চাকরির জন্য কোন ধরণের প্রস্তুতির প্রয়োজন। আমরা এখানে মূলত বিভিন্ন কমার্সিয়াল ইনস্টিটিউট এর স্বনামধন্য শিক্ষকদের প্রস্তুত করা বিষয় ভিত্তিক শিটগুলো পোস্ট আকারে প্রকাশ করবো। আশা করা যায় এতে করে সরকারি বিভিন্ন পদের প্রার্থীগণের জন্য তা অনেক বেশি সহায়ক হবে।
কোন কোন পদে সরকারি অফিসসমূহে নিয়োগ বেশি হয়ে থাকে?
- সাঁটলিপিকার
- সাঁটমুদ্রাক্ষরিক
- ডাটা এন্টি অপারেটর
- কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক
- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
- অফিস সহায়ক
- নিরাপত্তা প্রহরী
- পরিচ্ছন্নতা কর্মী
Good job