সরকারি চাকরির প্রস্তুতি | Job exam preparation

 সরকারি চাকরির প্রস্তুতি | Job exam preparation

সরকারি চাকরির বাজারে যারা প্রবেশ করেছেন, তারাই জানেন যে, বর্তমান সময়ে সরকারি যে কোনে পদের একটি চাকরি পেতে কতো বেগ পেতে হচ্ছে। আর কি পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা যে কোনো একটি পদে। তাই এখনকার সময়ে একটি চাকরি পাওয়ার জন্য প্রধান ও প্রথম যে স্টেপ তা হলো-লিখিত পরীক্ষায় পাশ করা। যেহেতু কম্পিটিশন বেশি, তাই লিখিত পরীক্ষার জন্য সাজানো ও সংক্ষিপ্ত প্রস্তুতি নিতে হচ্ছে।

আজকে আমাদের আলোচ্য বিষয় হলো- সাধারণ আলোচনা করা। আমরা নিয়মিত  এখানে বিভিন্ন প্রকার সাজেশন, টিপস, প্রশ্নপত্র মূল্যায়ন ও সমাধানসহ সরকারি চাকুরির পরীক্ষার নানা দিক নিয়ে আলোচনা ও পোস্ট প্রকাশ করবো।


সরকারি চাকরির প্রস্তুতি | Job exam preparation


সরকারি চাকরির পরীক্ষা লিখত নাকি এমসিকিউ?

বর্তমান সময়ে সরকারি চাকুরির শ্রেনীভেদে পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। সাধারণত ২য় ও প্রথম শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে তিন ধাপে পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। প্রথমে প্রিলি যা  এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে। যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন, কেবলমাত্র তারাই পরবতী ধাপ- লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ তৃতীয় ধাপে- মৌখিক পরীক্ষার জন্য মনোনিত হবেন এবং মৌখিক পরীক্ষায় অংশ নিবেন।

আর তৃতীয়, চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে সাধারণত লিখিত পরীক্ষা নেয়া হয়ে থাকে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীগণই কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। 

কি কি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে?

সরকারি চাকরির প্রশ্নগুলো সাধারণত বাংলা, ইংরেজি, গনিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। বাংলা ব্যাকরণকে প্রাধান্য দিয়ে বাংলা বিষয়ে  প্রস্তুতি নিতে হবে। আর গণিতে ৭ম শ্রেণী থেকে ১০ ম শ্রেণীর মূল বই ফলো করলে ভাল ফলাফল পাওয়ার আশা করতে পারবেন। ইংরেজির ব্যকরণ অংশ ও অনুবাদে মনোযোগ বেশি দেওয়া ভাল। সাধারণ জ্ঞানের জন্য চলমান বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়াদি, বাংলাদেশের  ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর ভাল দখল থাকতে হবে। 
এসব বিষয়ে সাধারণত প্রশ্ন করা হয়ে থাকে। আমরা নিয়মিত বিষয় ভিত্তিক এসব নিয়ে আলোচনা ও শীট এই সাইটে প্রকাশ করবো ইনশাল্লাহ।

 

যারা নিয়মিত সরকারি চাকরির খোজ খবর রাখেন, তারা ভাল করেই জানেন যে, সরকারি চাকরির জন্য কোন ধরণের প্রস্তুতির প্রয়োজন। আমরা এখানে মূলত বিভিন্ন কমার্সিয়াল ইনস্টিটিউট এর স্বনামধন্য শিক্ষকদের প্রস্তুত করা বিষয় ভিত্তিক শিটগুলো পোস্ট আকারে প্রকাশ করবো। আশা করা যায় এতে করে সরকারি বিভিন্ন পদের প্রার্থীগণের জন্য তা অনেক বেশি সহায়ক হবে।


কোন কোন পদে সরকারি অফিসসমূহে নিয়োগ বেশি হয়ে থাকে?

সরকারি চাকরির ক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন রোলস থাকে। পদ খালি সাপেক্ষে এসব নিয়ম নীতি মেনে প্রয়োজনের নিমিত্ত দপ্তরগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তবে গত কয়েক বছর যাবত সাধারণত নিম্ন পদগুলোতে ব্যপক নিয়োগ কার্যক্রম  চলমান রয়েছে। 
  • সাঁটলিপিকার
  • সাঁটমুদ্রাক্ষরিক
  • ডাটা এন্টি অপারেটর
  • কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক
  • অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
  • অফিস সহায়ক
  • নিরাপত্তা প্রহরী
  • পরিচ্ছন্নতা কর্মী
উপরোক্ত পদগুলো ছাড়াও মালী, পত্র বাহক, ডেসপার রাইডার ইত্যাদি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ফলে এসব পদে আলাদা আলাদা যোগ্যতা সাপেক্ষে নিয়োগ কার্যক্রম গ্রহণ করে থাকে সংশ্লিষ্ট দপ্তরসমূহ।


শেষকথা:


আজকের আলোচনা শেষ করার আগে যে কথা বলা দরকার তা হলো- আপনি যদি সত্যিই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে, আপনি একটি সরকারি চাকরি করতে চান- তবে অবশ্যই আপনার দ্বারা তা হবে। আমরা আপনার জন্য এ কঠিন পথকে সহজ করে দেওয়ার কাজে মনোনিবেশ করলাম মাত্র। আমরা আপনার পথের সঙ্গি হবো মাত্র, পথটা কিন্তু আপনাকেই পাড়ি দিতে হবে। তাই আপনার একটি দারুন সিদ্ধান্ত আপনার পথকে আরোও সহজ ও সাবলীল করে দিবে নিশ্চয়ই। জাস্ট আপনার একটি সুন্দর সিদ্ধান্তই পারে আপনার জীবন বদলে দিতে।

আমরা চাই- আপনি আপনার কাঙিখত পথের দিশা পান, মঞ্জিল আপনার সহজ হোক। আজকে এ পর্যন্তই। আল্লাহ সহায় হোক।

আমাদের সাইটের লগো- 
সরকারি চাকরির প্রস্তুতি | Job exam preparation



Next Post
1 Comments
  • Abu Hanif Jingo
    Abu Hanif Jingo December 17, 2022 at 12:56 AM

    Good job

Add Comment
comment url