বাংলা ব্যকরণ থেকে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নসমূহ || Bangla grammer part

 বাংলা ব্যকরণ থেকে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নসমূহ


যে কোনো নিয়োগ পরীক্ষায়ই বাংলা ভাষা ও সাহিত্য থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আজকে আমরা বাংলা ব্যকরণের একটি ওভারভিউ তৈরি করলাম। আশা্ করি আপনাদের দারুন কাজে দিবে আজকের পোস্ট। 


সন্মানিত পাঠক, আজকের পোস্টটি আপনাদের ওয়ালে বা যে কোনো স্পেসে শেয়ার বা সংরক্ষণ করে রাখতে পারেন। বলা চলে একটি দারুন উপহার আপনাদের জন্য।


বাংলা ব্যকরণ থেকে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নসমূহ || Bangla grammer part


তবে চলুন শুরু করি বাংলা ব্যকরণের চুম্বকাংশ- বাংলা ব্যকরণ থেকে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নসমূহ || Bangla grammer part


১। ভাষার মূল উপকরণ – বাক্য

২। ভাষার মূল উপাদান – ধ্বনি

৩। ভাষার বৃহত্তম একক – বাক্য

৪। ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি

৫। বাক্যের মৌলিক উপাদান – শব্দ

৬। বাক্যের মূল উপাদান – শব্দ

৭। বাক্যের মূল উপকরণ – শব্দ

৮। বাক্যের ক্ষুদ্রতম একক – শব্দ

৯। শব্দের মূল উপাদান – ধ্বনি

১০। শব্দের মূল উপকরণ – ধ্বনি

১১। শব্দের ক্ষুদ্রতম একক – ধ্বনি

১২। ধ্বনি নির্দেশক চিহৃ – বর্ণ

১৩। ভাষার ইট বলা হয় – বর্ণকে

১৪। ভাষার স্বর বলা হয় – ধ্বনিকে

১৫। ভাষার ছাদ বলা হয় – বাক্যকে

১৬। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)

১৭। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)

১৮। ভাষার মৌলিক অংশ – ৪ টি

১৯। ভাষার আলোচ্য বিষয় – ৪টি

২০। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)

২১। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে – ৫০টি

২২। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি

২৩। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি

২৪। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি ( অ,আ,ই,উ,এ,অ্যা,ও )

২৫। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি ( এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )

২৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি ( ঋ,খ,গ,ণ,থ,প,ধ,শ )

২৭। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ, ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,ষ,স,হ,ড়,ঢ়,য় )

২৮। পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ – ৬ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ )

২৯। পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ - ২৬টি ( ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,ষ,স,হ,ড়,ঢ়,য় )

৩০। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।

৩১। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি

আ=া, ই= ি,

ঈ=ী, উ=ু,

ঊ=ূ,ঋ ‍ৃ,

এ= ে, ঐ= ৈ,

ও= ো, ঔ= ৌ।

৩২। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)

৩৩। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)

৩৪। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি

৩৫। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)

৩৬। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি ( ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )

৩৭। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)

৩৮। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি ( খ,গ,ণ,থ,ধ,প,শ )

৩৯। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর – ৪টি ( অ,ই,উ,ঋ )

৪০। বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর - ৭টি ( আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ )


৪১। বাংলা বর্ণমালায় যে দুটি ধ্বনি উচ্চরণে কোন পার্থক্য নেই - ঙ,ং

৪২। বাংলা বর্ণমালায় বর্গ আছে – ৫টি

৪৩। ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চরিত হয – ম ধ্বনি।

৪৪। শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি

৪৫। স্পর্শ ধ্বনি – ২৫ টি

৪৬। কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি (ক, খ, গ, ঘ, ঙ)

৪৭। তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)

৪৮। মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)

৪৯। দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)

৫০। পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)


বাংলা ব্যকরণের চুম্বকাংশ-


৫১। নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)

৫২। অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)

৫৩। তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)

৫৪। কম্পনজাত ধ্বনি – ১ টি (র)

৫৫। পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি

৫৬। স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকে বলা হয় – কার

৫৭। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রুপকে বলা হয় – ফলা

৫৮। নিলীন বর্ণ হচ্ছে – অ

৫৯। বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি

৬০। তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার । যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।

৬১। ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার

৬২। কারক কত প্রকার? = ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, সম্প্রদান, অধিকরণ ।

৬৩। সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার । দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রিহি ।

৬৪। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার । যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক ।

৬৫। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো – ২ ভাগে বিভক্ত যথা: স্বরধ্বনি (১১টি) , ব্যঞ্জনধ্বনি (৩৯) ।

৬৬। ণ -ত্ব বিধানের নিয়ম = ৪ টি ।

৬৭। লিঙ্গ কত প্রকার = ৪ প্রকার । (পুং লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ ও ক্লীব লিঙ্গ)

৬৮। বচন কত প্রকার? = ২ প্রকার । যথা: একবচন, বহু বচন

৬৯। উপসর্গ কত প্রকার = ৩ প্রকার । খাঁটি বাংলা (২১), তৎসম (২০) ও বিদেশি)

৭০। প্রত্যয় কত প্রকার? = ২ প্রকার । ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।


৭১। দ্বিরুক্তি কত প্রকার? = ৩ প্রকার । শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি ।

৭২। বিভক্তি কত টি? = ৭টি ।

৭৩। সমাসের প্রতীতি কয়টি? = ৫টি । যথা: সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও সমস্যমান পদ ।

৭৪। বাক্য প্রধানত কত প্রকার? = ৩ প্রকার । সরল, জটিল বা মিশ্র, যৌগিক ।

৭৫। বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয়;

৭৬। বাক্যের গুণ ৩টি: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা।

৭৭। অর্থ অনুসারে বাক্য কত প্রকার? ৫ প্রকার

৭৮। উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার? = ৫ প্রকার । তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি ।

৭৯। গঠনগত ভাবে শব্দ কত প্রকার? = ২ প্রকার। মৌলিক ও সাধিত ।

৮০। অর্থগত ভাবে শব্দ কত প্রকার? = ৩ প্রকার । যৌগিক, রুঢ়, যোগরুঢ়

৮১। কতটি উপায়ে শব্দ গঠন করা যায়? = ৮টি ।

৮২। পদ প্রধানত কত প্রকার? = ২ প্রকার । যথা: নামপদ ও ক্রিয়াপদ ।

৮৩। নামপদ কত প্রকার? = ৪ প্রকার (বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম)

৮৪। অব্যয় কত প্রকার? = ৪ প্রকার । (যথা: সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক, অনন্বয়ী, অনুসর্গ, অনুকার অব্যয়)

৮৫। যতিচিহ্ন কয়টি? = ১২ টি ।

৮৬। অক্ষর কত প্রকার? = ২ প্রকার । মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর

৮৭। বাংলা ছন্দ কত প্রকার? = ৩ প্রকার । যথা: অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত

৮৮। ব্যাকরণে অলঙ্গকার কত প্রকার? = ২ প্রকার । যথা: শব্দালঙ্কার, অর্থালঙ্কার ।

৮৯। ক্রিয়ার কাল কত প্রকার? = ৩ প্রকার । বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল

৯০। ক্রিয়ার ভাব কত প্রকার? = ৪ প্রকার । নির্দেশক, সাপেক্ষ, আকাঙ্ক্ষা, অনুজ্ঞা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url