সরকারি চাকরির জন্য গনিত প্রস্তুতি- Math preparation for gov. Job exam.

সরকারি চাকরির জন্য গনিত প্রস্তুতি। Math preparation for gov. Job exam.

আমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি শুরু করেছি বা করবো, তারা খুব ভাল করেই জানি যে,

এসব নিয়োগ পরীক্ষার জন্য গনিত কী পরিমান প্রয়োজন। এক কথায় বলতে গেলে গনিতে ভাল করা ছাড়া

অন্তত চাকরি অধরাই থেকে যাবে। সরকারি যে কোনো বিভাগ বা পদে নিয়োগ পরীক্ষায় উতীর্ণ হতে হলে

অবশ্যই গনিত খুব গুরুত্ব দিয়ে নিয়মিত প্রেকটিস করতে হবে।


সরকারি চাকরির জন্য গনিত প্রস্তুতি। Math preparation for gov. Job exam.



গনিত কি সত্যিই লাগবে?


যারা সরকারি বিভিন্ন দপ্তরের  তৃতীয় বা চতুর্থ শ্রেণীর জবের জন্য পরিক্ষা দিচ্ছেন বা দিবেন, তাদের মধ্যে কেউ

কেউ এমন ভাবেন যে, গনিত ছাড়া অন্য বিষয়ে ভাল করলেই চলবে। না। আমাদের অভিজ্ঞতা হলো- গনিত

অবশ্যই লাগবে। সাধারণত গনিতে যারা ভালো করবে , তাদের লিখিত পরীক্ষায় পাশ করার চাঞ্চ বেশি।

অবশ্যই গনিতই পার্থক্য গড়ে দিবে। 


তাই আমরা যারা এখন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়

হলো- গনিত চর্চা ।

নিয়মিত গনিত চর্চাই পারে আপনার এই পথকে সহজ থেকে সহজতর করে দিতে।


গনিতের কোন কোন অধ্যায় গুলো গুরুত্বপূর্ন?


আমরা যারা নিয়মিত সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি তারা খুব ভাল করেই জানি যে, বিভিন্ন দপ্তরগুলোর

প্রতিনিয়ত পরীক্ষায় গনিত থেকে কোন কোন অধ্যায় হতে প্রশ্ন করা হচ্ছে। তবু যারা নতুন তাদের জন্য

বলবোসরকারি তৃতীয় বা চতুর্থ শ্রেনীর পরীক্ষার জন্য– মোটা কথায় বলাই যায় ৮ম শ্রেণী- ১০ম শ্রেনীর গনিত

বিষয়ক বোর্ড বইটিই আপনার সম্বল হওয়া উচিৎ। এই দুটি বইয়ের অধ্যায় হিসাবে নিলে বলা যায় যে, —


পাটিগনিত:

  • পরিমাপ অধ্যায়ের সকল প্রশ্নগুলো নিজের করে নিতে হবে। নিয়মিত প্রেকটিসের আওতায় নিয়ে আসতে হবে।

  • ল সা গু , গ সা গু অধ্যায় খুবই গুরুত্বের দাবি রাখে।

  • ঐকিক নিয়মের যা কয়টা প্রশ্ন বা অনুশীলনী আছে,  প্রেকটিসে রাখুন।

  • জ্যামিতিক সংজ্ঞাগুলো অবশ্যই আপনার নখদপর্নে থাকতে হবে।

  • লাভ-ক্ষতির অধ্যায়গুলো অবশ্যই আপনার দখলে থাকতেই হবে। 


বীজগনিত:


  • মান নির্ণয়- বীজ গনিত অধ্যায়ের মান নির্ণয় এমন একটি অধ্যায় - আপনি যতো পরীক্ষা দিবেন,

  • তারমধ্যে শতকারা 90 টি পরীক্ষায়ই দেখবেন এই অধ্যায় থেকে প্রশ্ন করা হচ্ছে।

  • এবার চিন্তুা করুন- এত গুরুত্বর্পূণ একটি অধ্যায় আপনি কেমন দখলে রাখা উচিৎ!

  • উৎপাদক

  • সমাধান

  • ল সা গু, গ সা গু দেখে রাখুন।


উপরোক্ত অধ্যাগুলো আপরা প্রাথমিকভাবে অবশ্যই লাগবে। আরো উন্নত প্রস্তুতির জন্য অবশ্যই আপনাকে

নিয়মিত গনিত চর্চা ও অন্যান্য অধ্যায়গুলো আয়ত্বে আনতে হবে।


সরকারি চাকরির জন্য গনিত প্রস্তুতি। Math preparation for gov. Job exam.


গনিতের ব্যপারে ভয়:


সরকরির চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গনিত যেহেতু অপরিহার্য, তাই আপনাকে অবশ্যই গনিতের বিষয়ে

আপোষ করা চলবে না। বরং আপনাকে নিয়মিত গনিত চর্চার মাধ্যমেই যেতে হবে। এ ক্ষেত্রে গনিতের ভীতি

কাটিয়ে উঠতে নিয়মিত অল্প অল্প গনিত চর্চায় নিজেকে ধরে রাখতে হবে। প্রতিদিন নিয়ম করে একটি অধ্যায়

অন্তত প্রেকটিসে রাখুন। অবশ্যই কিছুদিন পর দেখবেন আপনার গনিত ভীতি কেটে গেছে এবংগনিত আপনার

হাতে এসে গেছে।


মনে রাখবেন- মানুষ অভ্যাসের দাস। আপনি যা অভ্যাস করবেন, তাই আপনার দেহ মন মেনে নিতে বাধ্য।

তাই গনিত কোনো অজেয় বিষয় নয়। বিশেষ করে চাকরির জন্য যেসব গনিত দরকার তা তো মোটামোটি

হাবে আমরা সবাই ছোট কাল থেকেই চর্চা করে আসছি।


বিশ্বাস করুন- আপনি পারবেন। জাস্ট মাইন্ড সেট করুন আর নিয়মিত চর্চায় স্থির হোন।

খুব বেশি দিন লাগবে না আপনি পেরে উঠবেন।


আজকে এই পর্যন্তই । পরবর্তী কোন পোস্টের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url