জন্ম যদি নিতাম আমি - আবু হানিফ জিংগো
জন্ম যদি নিতাম আমি
গীতি কবিতা
- আবু হানিফ জিংগো
কতজন এলো গেলো,কতজনই আসবে,
হৃদয় মন্দিরে রেখে তারে পুঁজবে; ভালোবাসবে।
আমি শুধু দূরে বসে, হিসেব কষে কষে,
লাইক, কমেন্ট করে করে চলছি,
ভেবোনা অন্যকিছু, হৃদয় থেকে সত্যিটাই বলছি।
তবু ভালো: অনেকেই আসে যায়
ভালবাসা রেখে যায়, আমরা হয়ে যাই ধন্য।
আমরাও ভালোবাসি 'পড়শি' বলে ডাকি
তবু কেনো চলে যায়- কী জঘন্য!
আঘাত পেয়ে শেষে, কেউ কেউ ফিরে আসে
এমন অনেক অনেক আমি দেখেছি ||
মনের গহীনে রেখে, গোলাপের রঙ মেখে
দিন রাত, রাত দিন তোমাকেই ডেকে ডেকে
তোমাকে আপন করে, দু'হাতে বুকে ধরে
তোমারই বুকের জমিনে, চেয়েছি ভালবাসা দিতে এঁকে।
যেওনা বন্ধু চলে, ভেংগোনা ভেঙোনা হৃদয় খেলার ছলে,
এখনো মিনতি তোমায় করছি ||