প্রশ্নত্তোরে বাংলাদেশের স্বীকৃতি ও জাতীয় চার নেতা || Jobexam-preparation

 প্রশ্নত্তোরে বাংলাদেশের স্বীকৃতি ও জাতীয় চার নেতা || Jobexam-preparation


২৫শে মার্চ, ১৯৭১

পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যার শুরু হয়েছিল ২৫শে মার্চ মধ্যরাতে। ওই রাতে হামলার সামরিক নাম ছিল অপারেশন সার্চলাইট। সেই রাতেই গ্রেপ্তার করা হয় শেখ মুজিবুর রহমানকে।

ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর সদর দফতর, রাজারবাগ পুলিশ লাইন, তেজগাঁও বিমানবন্দর, মোহম্মদপুর, রায়েরবাজার, আজিমপুর, জগন্নাথ হল ও ইকবাল হল (এখনকার সার্জেন্ট জহুরুল হক হল) সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরস্ত্র নাগরিকদের ওপর নির্বিচার হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী।


২৬শে মার্চ, ১৯৭১

সন্ধ্যা ৭.৪০ মিনিটে চট্টগ্রামের কালুরঘাটে ¯’াপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান শেখ মুজিবুর রহমানের লিখিত স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন। এর আগে দুপুর বেলাতেও তিনি সেটি পাকিস্তান রেডিওর চট্টগ্রাম কেন্দ্র থেকে পাঠ করেছিলেন। 

পরদিন ২৭শে মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে রাতের অধিবেশনে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে লিখিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন।


# কবে, কোথায় কে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন > ২ মার্চ, ১৯৭১ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আ স ম আব্দুর রব ।

# বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন > এম এ জি ওসমানী

(মুহাম্মদ আতাউল গণি ওসমানী, যিনি জেনারেল এম.এ.জি.ওসমানী নামে অধিক পরিচিত ১সেপ্টেম্বর, ১৯১৮ – ১৬ ফেব্রুয়ারি, ১৯৮৪ তাঁর জীবনকাল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।)


# মুজিবনগর সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় > ১৯৭১ সালের ১০ এপ্রিল (স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয়)
# শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন > সৈয়দ নজরুল ইসলাম।
# মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন > এম এ জি ওসমানী
# মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন > তাজউদ্দীন আহমেদ।
# মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন > শেখ মুজিবুর রহমান।
# সায়মন ড্রিং কে? > ব্রিটিশ সাংবাদিক
# মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে > ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
# প্রথম শত্রæমুক্ত জেলা > যশোর, ৬ ডিসেম্বর ১৯৭১ সাল।
# বুদ্ধিজীবী দিবস > ১৪ ডিসেম্বর।
# স্বাধীন বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে বঙ্গভবনে আসেন > ইন্দিরা গান্ধী।
# মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন > শেখ মুজিবুর রহমান।
# মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় > ১ ডিসেম্বর।
# কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করে > আদ্রে ময়রা।
# ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে প্রথম পাকবাহিনী আক্রমণ করে > জহুরুল হক হল (পূর্বে ইকবাল হল নামে পরিচিত ছিল)

# চরমপত্র কী? > একটি কথিকা।
# ১৯৭১ সালের ২৫ মার্চ পাকবাহিনীর সামরিক আগ্রাসনের নাম > অপারেশন সার্চলাইট
# বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রকাশিত প্রকাশনার নাম > মুক্তিবার্তা
# মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত যোদ্ধার সংখ্যা > ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬৯ জন বীরউত্তম, ১৭৫ জন বীর-বিক্রম, ৪২৬ জন বীরপ্রতীক।
# মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীরপ্রতীক > ডবিøউ এস ওডারল্যান্ড (নেদারল্যান্ডস)।
# সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম > শহীদুল ইসলাম (বীরপ্রতীক ১২ বছর)।
# মুক্তিযুদ্ধের সময় সেতারা বেগম ও তারামন বিবি কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন > ৪ নং সেক্টর ও ১১ নং সেক্টর।


# দেশের একমাত্র পাহাড়ি আদিবাসী বীরবিক্রম > ইউকে চিং
# যে সাহিত্যিক মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীরপ্রতীক খেতাব পান > আব্দুস সাত্তার
# মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর শাশ্বত বাংলা অবস্থিত > রংপুর।
# মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের লোকসংখ্যা ছিল > প্রায় ৭ কোটি
# মুক্তিযুদ্ধের সর্বশেষ শত্রæমুক্ত হয় > ঢাকার মিরপুর এলাকা।
# মুক্তিযুদ্ধের প্রথম বীর উত্তম খেতাবপ্রাপ্ত > আব্দুর রব, প্রথম বীরবিক্রম {খন্দকার নাজমুল হুদা, প্রথম বীরপ্রতীক}
# প্রথম মুক্তিযুদ্ধ গবেষণা সেল স্থাপিত হচ্ছে > রাজশাহী বশ্বিবদ্যিালয়।
# সর্বশেষ বীর উত্তম স্বীকৃতি দেওয়া হয়  > ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন।



বিগ্রেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ যিনি কর্ণেল জামিল নামেই বেশি পরিচিত। (জন্ম: ১লা ফেব্রুয়ারি-১৯৩৬, মৃত্যু: ১৫ আগস্ট, ১৯৭৫) ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তিনি ১৯৭৫ সালে রাষ্ট্রপতির সামরিক সচিব ছিলেন।


# মুক্তিযুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন > এম কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী-খন্দকার মোশতাক আহমেদ, অর্থ ও শিল্পমন্ত্রী > মনসুর আলী
# মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাজধানী হিসেবে পরিচিত ছিল > মেহেরপুর
# যুক্তরাষ্ট্রের ঘইঈ টেলিভিশন মুক্তিযুদ্ধের কোন প্রামাণ্যচিত্র নির্মাণ করে > রেপ অব বাংলাদেশ
# বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন > সিদ্ধার্থ শংকর
# স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল > চরমপত্র (উপস্থাপক-এম.আর আকতার মুকুল, এটি একটি কথিকা)  


বাংলাদেশের স্বীকৃতি:


বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দক্ষিণ আমেরিকান দেশ - ভেনিজুয়েলা।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ওশেনিয়ান দেশ - ফিজি।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ - ভুটান।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ - ইরাক।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ - মালয়েশিয়া।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ - পোল্যান্ড।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আমেরিকান দেশ - কানাডা।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপ দেশ - পোল্যান্ড।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ - সেনেগাল।


RvZxq Pvi †bZvt



  1.  ‰mq` bRiyj Bmjvg(1925-1975
  2.  ZvRDwÏb Avn‡g`
  3.  ‡gvnv¤§` gbmyi Avjx(1919-1975)
  4.  Aveyj nvmbvZ ‡gvnv¤§` Kvgviy¾vgvb

 

প্রশ্নত্তোরে বাংলাদেশের স্বীকৃতি ও জাতীয় চার নেতা || Jobexam-preparation


RvZxq Pvi ‡bZvi msw¶ß RxebcwÄ :

 

1| ZvRDÏxb Avng` (1925-1975):

 

– 1925 mv‡j MvRxcyi ‡RjviKvcvwmqv _vbvi `i`wiqv M«v‡g Rb¥M«nY K‡ib|

– 1953 mv‡j XvKv wek¦we`¨vjq ‡_‡K A_©bxwZ‡Z mœvZK wWwM« jvf K‡ib| 1964 mv‡j Kvivew›` Ae¯’vq cix¶vq AskM«nY K‡i wZwb AvBbkv‡¯¿ wWwM« jvf K‡ib|

– 1948 mv‡j c«wZwôZ c~e© evsjv QvÎjx‡Mi (eZ©gvb evsjv‡`k QvÎjxM) Ab¨Zg c«wZôvZv|

– ivó«fvlv Av‡›`vj‡bi me©`jxq msM«vg cwil‡`i ¸iyZ¡c~Y© m`m¨ wn‡m‡e wZwb fvlv Av‡›`vjbKv‡j ‡M«dZvi nb Ges Kviv wbh©vZb ‡fvM K‡ib|

– 1953 ‡_‡K 1957 mvj ch©š— XvKv ‡Rjv AvIqvgx jx‡Mi ms¯‹…wZ I mgvRKj¨vY m¤úv`K wQ‡jb|

– 1966 mv‡j wZwb AvIqvgx jx‡Mi mvaviY m¤úv`K wbe©vwPZ nb|

– 1971 mv‡ji 17 Gwc«j MwVZ gywRebMi miKv‡ii c«avbgš¿x nb Ges gyw³hy× msMwVZ K‡ib|

– ¯^vaxbZvi ci e½eÜy ‡kL gywReyi ingv‡bi ‡bZ…‡Z¡ MwVZ evsjv‡`k miKv‡ii gwš¿cwil‡` A_© I cwiKíbvgš¿xi `vwqZ¡ cvjb K‡ib|

– 1975 mv‡ji 3 b‡f¤^i ga¨iv‡Z XvKv ‡K›`«xq KvivMv‡i ew›` _vKv Ae¯’vq ZvRDwÏb Avng` ‡K wbg©gfv‡e nZ¨v Kiv nq|

 

2| ‡gvnv¤§` gbmyi Avjx (1919-1975)


– 1919 mv‡ji 16 Rvbyqvwi wmivRMÄ ‡Rjvi iZbKvw›` BDwbq‡bi ÔKywoqvcvovq Rb¥M«nY K‡ib|

– 1945 mv‡j AvjxMo gymwjg wek¦we`¨vjq ‡_‡K A_©bxwZ‡Z GgG Ges jÕ cvm K‡ib|

– 1971 mv‡ji 17 Gwc«j MwVZ gywRebMi miKv‡ii A_©gš¿xi `vwqZ¡ cvjb K‡ib|

– ¯^vaxbZvi ci e½eÜy ‡kL gywReyi ingv‡bi ‡bZ…‡Z¡ MwVZ evsjv‡`k miKv‡ii ¯^ivó« Ges ‡hvMv‡hvM gš¿x wn‡m‡e `vwqZ¡ cvjb K‡ib|

– 1975 mv‡ji 3 b‡f¤^i ga¨iv‡Z XvKv ‡K›`«xq KvivMv‡i ew›` _vKv Ae¯’vq ‡gvnv¤§` gbmyi Avjx‡K wbg©gfv‡e nZ¨v Kiv nq|

 

3| ‰mq` bRiyj Bmjvg (1925-1975):


– 1925 mv‡j wK‡kviMÄ ‡Rjvi h‡gv`j `vgcvovq Rb¥M«nY K‡ib|

– XvKv wek¦we`¨vjq ‡_‡K 1947 mv‡j GgG Ges 1953 mv‡j GjGjwe wWwM« jvf K‡ib|

– 1957 mv‡j gqgbwmsn ‡Rjv AvIqvgxjx‡Mi mfvcwZ wbe©vwPZ nb|

– 1964 mv‡j AvIqvgx jx‡Mi ‡K›`«xq KwgwUi wmwbqi mn-mfvcwZ wbe©vwPZ nb |

– 1966-69 AvIqvgx jx‡Mi fvic«vß mfvcwZi `vwqZ¡ cvjb K‡ib|

– 1971 Gi 25 gvP© e½eÜy ‡kL gywReyi ingv‡bi ‡M«dZv‡ii ci ‰mq` bRiæj Bmjvg AvIqvgxjx‡Mi fvic«vß mfvcwZi `vwqZ¡ M«nY K‡ib|

– 1971 mv‡ji 17 Gwc«j MwVZ gywRebMi miKv‡ii Dcivó«cwZ Ges ‡kL gywReyi ingv‡bi Abycw¯’wZ‡Z A¯’vqx ivó«cwZi `vwqZ¡ cvjb K‡ib|

– ¯^vaxbZvi ci e½eÜy ‡kL gywReyi ingv‡bi ‡bZ…‡Z¡ MwVZ evsjv‡`k miKv‡ii gwš¿cwil‡` wkígš¿x wn‡m‡e `vwqZ¡ cvjb K‡ib|

– 1975 mv‡ji 3 b‡f¤^i ga¨iv‡Z XvKv ‡K›`«xq KvivMv‡i ew›` _vKv Ae¯’vq ‰mq` bRiyj Bmjvg‡K wbg©gfv‡e nZ¨v Kiv nq|

 

4| Aveyj nvmbvZ ‡gvnv¤§` Kvgviy¾vgvb (1926-1975):


– 1926 mv‡ji 26 Ryb bv‡Uvi gnKygvi evMvZxcvov _vbvi b~icyi M«v‡g Rb¥M«nY K‡ib|

– 1946 mv‡j KjKvZvi ‡c«wm‡WÝx K‡jR ‡_‡K A_©bxwZ‡Z Abvm© cvk K‡ib Ges ivRkvnx AvBb K‡jR n‡Z mœvZK wWwM« jvf K‡ib|

– 1957 mv‡j ivRkvnx ‡Rjv AvIqvgxjx‡Mi mvaviY m¤úv`K wbe©vwPZ nb|

– 1971 mv‡ji 17 Gwc«j MwVZ gywRebMi miKv‡ii ¯^ivó«, K…wl Ges ÎvY I cybe©vmb gš¿Yvj‡qi `vwqZ¡ cvjb K‡ib|

– ¯^vaxbZvi ci e½eÜy ‡kL gywReyi ingv‡bi ‡bZ…‡Z¡ MwVZ evsjv‡`k miKv‡ii ÎvY I cybe©vmb gš¿Yvj‡qi `vwqZ¡ cvjb K‡ib|

– 1974 mv‡j evsjv‡`k AvIqvgx jx‡Mi mfvcwZ wbe©vwPZ nb

– 1975 mv‡ji 3 b‡f¤^i ga¨iv‡Z XvKv ‡K›`«xq KvivMv‡i ew›` _vKv Ae¯’vq Aveyj nvmbvZ ‡gvnv¤§` Kvgviy¾vgvb‡K wbg©gfv‡e nZ¨v Kiv nq|


প্রিয় পাঠক, আজকের পোস্টে এইটুকুই । পরের পোস্টে ইনশাল্লাহ আরো নিয়ে আসবো। ভাল থাকুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url